টিকিট বিক্রি শেষ, এখন জান্নাতে যাওয়ার ভাড়া দিচ্ছে বিকাশে: বিএনপি নেতা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “একটি দল এতদিন জান্নাতের টিকিট বিক্রি করেছে। টিকিট বিক্রি শেষ হয়ে যাওয়ায় এখন তারা জান্নাতে যাওয়ার ভাড়া বিকাশে দিচ্ছে।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার মনটারপুর এলাকায় মাদারীপুর-২ ও ৩ আসনের যৌথ নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “যারা দীর্ঘদিন ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, মানুষের আবেগ নিয়ে ব্যবসা করেছে। আজ তারাই নতুন কৌশলে মাঠে নেমেছে। জনগণকে তাদের এই মুনাফিকি থেকে সতর্ক থাকতে হবে।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘‘দেশ ও গণতন্ত্র রক্ষায় সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’’
বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের মানুষ এখন আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রই মানুষের মূল চাওয়া।”
ঢাকা/বেলাল/রাজীব