ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াত নেতা হত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: পরওয়ার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫৭, ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যার বিচার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না: পরওয়ার

শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে কারো জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।’’

তিনি বলেন, ‘‘শেরপুরে জামায়াত নেতাকে বিএনপির সন্ত্রাসীরা নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অন্তর্বর্তী সরকারকে এর বিচার করতে হবে। আর যেন জামায়াতে ইসলামীসহ কোনো দলের প্রার্থীদের ওপর হামলা না করা হয়। হত্যাকাণ্ড বন্ধ নিশ্চিত না করলে, দেশ যদি সহিংস হয়ে ওঠে; তবে এ নির্বাচন নিরপেক্ষ হবে না।’’

জামায়াত সেক্রেটারি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, বিএনপির কোনো কোনো নেতা বক্তব্য দিচ্ছেন, দাঁড়িপাল্লার কাজ করার জন্য মহিলারা যদি কোনো বাড়িতে যায়; তাদের কাপড়চোপড় খুলে নেবে। কোথাও তাদের ওপর হামলা করছে, গায়ে হাত তুলছে। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তোলে, তাদের কাপড় খুলে নিতে চায়; ক্ষমতায় গেলে তারা নারীদের সঙ্গে কি আচরণ করবে?’’

ঢাকা/পলাশ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়