ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৫, ৩০ জানুয়ারি ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে চান। শুক্রবার স্ত্রী মেলানিয়া সম্পর্কে একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প অবশ্য বারবার ইরানে হামলার হুমকি দিয়েছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। চলতি সপ্তাহে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘তেহরানের সময় ফুরিয়ে আসছে।’

আরো পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানের সাথে যোগাযোগ করছেন। সামরিক অভিযান এখনো এড়ানো যেতে পারে।

ইরানের সাথে আলোচনা করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমার ইচ্ছা আছে এবং আমি এটির পরিকল্পনা করছি। আমাদের একটি দল ইরান নামক একটি জায়গায় যাচ্ছে, এবং আশা করি আমাদের এটি (সামরিক অভিযান) ব্যবহার করতে হবে না।”

তিনি জানান, ইরানও আলোচনা করতে চায়। তবে প্রধান ইস্যু হচ্ছে, আলোচনাটা কীভাবে হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়