ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতির প্রেরণার উৎস হলো সংগীত: জবি উপাচার্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ৭ মে ২০২৫  
জাতির প্রেরণার উৎস হলো সংগীত: জবি উপাচার্য

সংগীত কেবল বিনোদন নয়, এটি জাতির প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

বুধবার (৭ মে) দীর্ঘ ৬ বছর পর প্রত্যাশা মজুমদারের স্মৃতিতে উৎসর্গিত জবির সংগীত বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী চতুর্থ সংগীত উৎসবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “২০২৪ সালের জুলাই-পরবর্তী সময়ে দেশে যে মুক্ত ও সৃজনশীল পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা আজ এ উৎসব আয়োজন করতে পেরেছি। মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই বিপ্লবে সংগীতই আমাদের ঐক্যবদ্ধ করেছে।”

তিনি সংগীত বিভাগের অকালপ্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, “এমন সম্ভাবনাময় প্রাণের অকালপ্রয়াণ আমাদের ব্যথিত করে। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়—আমাদের মানবিক হতে হবে। কিন্তু আবেগে ভেসে ভুল পথে যেন না যাই।”

সংগীত বিভাগের চেয়ারম্যান ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ঝুমুর আহমেদের সভাপতিত্বে ও বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন।

দিনব্যাপী এ উৎসবে সংগীত জগতের গুণী ব্যক্তিত্ব শাহীন সামাদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এতে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী খায়রুল আনাম শাকিল, লাইসা আহমদ লিসা, প্রিয়াংকা গোপ, সাগর দেওয়ান এবং জবির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রথম অধিবেশনে ‘সার্বিক স্বরূপ সমীক্ষণ: সংগীত ও সংবিৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক আলী এফ এম রেজোয়ান। আলোচনায় অংশ নেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আলী নকীব।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়