ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসুর গঠনতন্ত্র পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ৭ মে ২০২৫   আপডেট: ২৩:০৪, ৭ মে ২০২৫
জকসুর গঠনতন্ত্র পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বহু প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) গঠনের পথ আপাতত স্থগিত থাকলেও আলোচনার নতুন দ্বার উন্মোচন হয়েছে। শিক্ষার্থীদের মতামত অন্তর্ভুক্ত না থাকায় প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন না করে তা পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৭ মে) বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “ছাত্রদের মধ্যে বিভ্রান্তি বা অসন্তোষ সৃষ্টি হোক তা আমরা চাই না। তাই তাদের মতামত সংগ্রহ করে পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত করা হবে।”

বিশেষ এই সিন্ডিকেট সভায় আরো কয়েকটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম- শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. তানজিম আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত সংগ্রহ করে তা সিন্ডিকেট সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।

কমিটির অন্যতম সদস্য ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, “শুধু প্রশাসনিকভাবে গঠনতন্ত্র চাপিয়ে দিলে ভবিষ্যতে সংকট দেখা দিতে পারে। তাই অংশগ্রহণমূলক প্রক্রিয়ার দিকেই এগোচ্ছি আমরা।”

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও এখনো জকসু নির্বাচন হয়নি, যা নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়