ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সেবা

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৮ মে ২০২৫  
চবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন ক্যাম্পাসে চারটি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।

বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হবে।”

তিনি আরও বলেন, “ই-কার সেবার ভাড়ার পরিসীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়