ইবির ভর্তি পরীক্ষা: ধর্মতত্ত্বে উপস্থিতি ৯০.৩২ শতাংশ
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ডি ইউনিটে (ধর্মত্বত্ত অনুষদ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এতে ২ হাজার ২৪ জন আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৮২৮ পরীক্ষার্থী, যা মোট উপস্থিতির ৯০.৩২ শতাংশ।
রবিবার (১১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পরীক্ষা শুরু হয়। ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দুপুর ১২টায় শেষ হয়।
জানা যায়,পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি তৎপর ছিল বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ।
প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ছিল বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সবার সহযোগিতায় আজকের ভর্তি পরীক্ষা খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল বডি চমৎকারভাবে কাজ করেছে। নিরাপত্তায় যারা ছিল, তারা ভালো কাজ করেছে। কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করেছেন।”
ঢাকা/তানিম/মেহেদী