ঢাবির ব্যবসায় ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা ১৭ মে
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ মে পুনরায় নেওয়া হবে। এতে উচ্চ মাধ্যমিকে বাণিজ্য থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে। তবে সবাই এ প্রবেশপত্র পাবেন না। শুধু গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। গত ১৬ এপ্রিল ঢাবির অনলাইনে ভর্তি কমিটির বিশেষ সভায় পুনঃভর্তি পরীক্ষার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সেখানে বলা হয়েছে, আগামী ১৭ মে (শনিবার) বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পূর্ব নির্ধারিত অঞ্চলে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরীক্ষার দুইদিন আগে ওয়েবসাইটে ও প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তার মাধ্যমে জানা যাবে।
এর আগে, ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গড়মিল দেখা যায়।
পরে ঢাবি প্রশাসন গত ২০ এপ্রিল পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করলে হাইকোর্টে রিট করেন ভর্তিচ্ছুদের একটি অংশ। ওই রিটের ভিত্তিতে হাইকোর্ট ফল প্রকাশে দুই মাসের স্থগিতাদেশ দেন।
ঢাকা/সৌরভ/মেহেদী