ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উগ্র আচরণ করায় কুবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৪ মে ২০২৫   আপডেট: ১৬:৫৯, ১৪ মে ২০২৫
উগ্র আচরণ করায় কুবি শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থীকে উচ্ছৃঙ্খল ও উগ্র আচরণের দায়ে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম চৌধুরী রাফসান সামি। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন:

বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর অধ্যাপক মো. আবদুল হাকিম বলেন, “হল কমিটির অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে হল থেকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে। ছয় মাস পর হল প্রশাসন চাইলে তাকে নতুন করে আসন বরাদ্দ দিতে পারবেন।”

গত ২৩ এপ্রিল রাত ১টার দিকে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবন করে হলের ১০৬ নাম্বার রুমে লাথি দেওয়া এবং অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে অস্বাভাবিক আচরণ করার অভিযোগ উঠে।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়