প্রথমবারের মতো বেরোবিতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্র, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক, শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণ করেছেন।
বুধবার (১৪ মে) সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত রংপুর শহরের দর্শনা মোড়ে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান, ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড ইকোনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের নির্বাহী পরিচালক ড. পরশ খারেল।
বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত দুইদিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথমদিন ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এবারের কনফারেন্সের থিম হলো- ‘সোশ্যাল সায়েন্স টুডে অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ট্রেন্ডস, ডিলেমাস অ্যান্ড অপারচুনিটিস’। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি ভেন্যুতে পর্যায়ক্রমে ছয়টি পৃথক সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ তাদের ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক লিসেল রিচি সামাজিক স্থায়ীত্ব ও স্থিতিস্থাপকতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী