সাম্য হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর দাবি
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যা মামলা ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল’-এ হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার’ এর ঢাবি শাখা এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাম্য হত্যার তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় তারা সাম্যের হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারের জন্য মামলাটি ‘দ্রত বিচার ট্রাইবুনাল’ এ হস্তান্তরের দাবি জানান। এছাড়াও মানবাধিকার সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে নয় দফা দাবি জানান।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বহিরাগত নিয়ন্ত্রণ ও যান চলাচলে শৃঙ্খলা; রেজিস্ট্রেশন ছাড়া দোকান ও যান চলাচল নিষিদ্ধ; উন্নত নজরদারি ও নিরাপত্তা অবকাঠামো; ভাসমান ও ছিন্নমূল মানুষের উচ্ছেদ; অভ্যন্তরীণ রুট নির্ধারণ; মেট্রো স্টেশন ও সোহরাওয়ার্দী উদ্যানে টহল; যানবাহনের গতি ও পার্কিং নিয়ন্ত্রণ; ২৪/৭ জরুরি সেবা ও রিপোর্টিং প্ল্যাটফর্ম; নারী হলগুলোর জন্য বিশেষ নিরাপত্তা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোহাম্মদ শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক প্রত্ন পৃথু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুনির, যুগ্ম-সম্পাদক সাজিদ ইসলাম প্রমুখ।
ঢাকা/সৌরভ/মেহেদী