ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে উঠছে দেয়াল

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ১৫ মে ২০২৫   আপডেট: ২২:২২, ১৫ মে ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে উঠছে দেয়াল

ঢাবির টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে টিএসসি থেকে আলাদা হতে চলেছে সোহরাওয়ার্দী উদ্যান।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে।

দেয়াল নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা বলেন, “অতিদ্রুত দেয়াল নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ী দেয়াল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। অতি দ্রুতই দেয়াল নির্মাণের কাজ শেষ হবে।”

আরো পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে টিএসসি সংলগ্ন উদ্যানের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে একটি দেয়াল নির্মাণ করে গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।

সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়