ঢাকা     শুক্রবার   ১৩ জুন ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩২

বাকৃবিতে ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৩.০৮ শতাংশ

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৭ মে ২০২৫  
বাকৃবিতে ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৩.০৮ শতাংশ

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডাগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষা (বহুনির্বচনী অংশ) বিকেল ৩টায় শুরু হয়ে পৌনে ৪টায় শেষ হয়। এ কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৭৩.০৮ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

আরো পড়ুন:

তিনি বলেন, “এ বছর বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং পশুপালন অনুষদের আওতাধীন দুইটি অঞ্চলের মোট ১০টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৪০ জন শিক্ষার্থী।”

ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হেলাল উদ্দীন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. জয়নাল আবেদীন, প্রক্টর অধ্যাপক মো. আব্দুল আলীম, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. সাইফুল্লাহ প্রমুখ।

পরীক্ষা নিয়ে অধ্যাপক মো. জয়নুল আবেদীন বলেন, “ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়েছে।”

গত ৮ ফেব্রুয়ারি ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের (গ ইউনিট) আন্ডাগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষে ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বহুনির্বচনী প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ তুলে সুষ্ঠু ফলাফল প্রকাশে পুনরায় পরীক্ষার নেওয়ার জন্য গত ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আবেদন করেন ভর্তিচ্ছু এক শিক্ষার্থী।

এতে ঢাবি প্রশাসনের সাড়া না পেয়ে তিনি উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৯ মার্চ হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে বহুনির্বচনী পরীক্ষা পুনরায় নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। একইসঙ্গে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম অন্তর্বর্তী সময়ের জন্য স্থগিত করেন।

গত ২৩ মার্চ এ নিয়ে ঢাবি সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় ব্যবসায় শিক্ষা ইউনিটে শুধু এমসিকিউ পরীক্ষা নেওয়ার বিষয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে পুনরায় পরীক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আদালতে আবেদন করা হয়।

ঢাকা/লিখন/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়