ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে প্রথম চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩২, ১৯ মে ২০২৫  
জবিতে প্রথম চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলচ্চিত্র সংসদের আয়োজনে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

সোমবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চলচ্চিত্র সংসদ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। এ সময় উৎসবের পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে প্রাধান্য দেওয়া হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবকে।

আরো পড়ুন:

চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যাল চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান রিক লিখিত বক্তব্যে বলেন, “আগামী ২৩, ২৪ ও ২৫ জুন, তিন দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো দুইটি ভেন্যুতে এ উৎসব অনুষ্ঠিত হবে। মূলত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রভিত্তিক এ চলচ্চিত্র উৎসবে এখন পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে ৫০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে এবং রেজিষ্ট্রেশন এখনো চলমান রয়েছে। এর মধ্য থেকে বিচারকদের যাচাই-বাছাই শেষে ৩৫টি চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।”

তিনি বলেন, “প্রতিযোগিতা বিভাগের দুইটি ক্যাটাগরিতে মোট চারটি পুরস্কার দেওয়া হবে। বিচারক হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় এবং খ্যাতিমান একঝাঁক চলচ্চিত্র নির্মাতা ও সমালোচকগণ। এছাড়াও উৎসবে থাকছে ‘বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণ’ এবং চলচ্চিত্রের সফল প্রযোজনা নিয়ে দুইটি কর্মশালা। দেশের স্বনামধন্য দুইজন নির্মাতা ও প্রযোজক এই কর্মশালা দুটি পরিচালনা করবেন।”

শীঘ্রই নির্মাতাদের আমন্ত্রণপত্র প্রেরণ, কর্মশালায় অংশগ্রহণসহ অন্যান্য প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশনের চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ নিস্তার জাহান কবির বলেন, “আমাদের বিভাগে অনেক ক্রিয়েটিভ লোক আছে। আমার মনে হয় এসব উৎসবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বাদেও অন্য সব জায়গায় হওয়া উচিত। আমি তাদের এই কাজ দেখে অনুপ্রাণিত। তাদের শুভকামনা জানাচ্ছি।”

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংসদের সভাপতি আদান মাহমুদ সৈকতসহ সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়