বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব নিয়ে কর্মশালা
বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়ে ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী।
এ সময় তিনি বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের সব স্তর থেকে অবদান রাখা জরুরি। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে এই অবদান রাখতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালন করলে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজ গতিশীলতা এবং স্বচ্ছতা আনার লক্ষ্যে ডিজিট্যাল অ্যাটেনডেন্স ও ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে।”
অন্যদের মাঝে কর্মশালায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলাম এবং রিসোর্স পার্সন হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক একেএম আমজাদ হোসেন বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক মো. আব্দুল লতিফ ও মো. আব্দুর রকিব।
ইকিউএসি এর উদ্যোগে দুই দিনব্যাপী কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ঢাকা/সাজ্জাদ/মেহেদী