চাকসু নীতিমালা প্রকাশ হবে বৃহস্পতিবার
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২২ মে) খসড়াটি শিক্ষার্থীদের কাছে প্রকাশ হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর এমএইচ আরিফ।
তিনি বলেন, “শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা চাকসু নীতিমালার খসড়া আগামী বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে উপস্থাপিত হবে। এতে সব শিক্ষার্থীরা আমন্ত্রিত।”
এর আগে, চাকসু গঠনতন্ত্র সংস্কার নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৌখিক ও লিখিত প্রস্তাবনা জমা দিয়েছিলেন। সেই প্রস্তাবনার আলোকেই খসড়া প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে।
১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এরপর ১৯৭১, ১৯৭৩ এবং ১৯৮০ সালে অনুষ্ঠিত হয় আরো তিনটি নির্বাচন। সর্বশেষ পঞ্চম নির্বাচন হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকে কার্যত অচল শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার এই প্রাণকেন্দ্র।
ঢাকা/মিজান/মেহেদী