ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৮ মে ২০২৫  
গণ বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় খেলার মাঠে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত মো. জিহাদ (২২) সাভার সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। সে সাভার উপজেলার ডেন্ডাবরের চেয়ারম্যানবাড়ি (ছাপড়া মসজিদ সংলগ্ন) এলাকায় পরিবারসহ থাকে।

আরো পড়ুন:

বুধবার (২৮ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে আশপাশের এলাকার কিছু যুবক গবির মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে জিহাদ মাঠে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উপস্থিত অন্যরা তাকে উদ্ধার করে গবির সংলগ্ন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গবির রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠে সবাই বৃষ্টিতে ভিজে খেলা করছিল। হঠাৎ করে বজ্রপাতে শব্দ হলে জিহাদ মাঠে পড়ে যায়। তখন আমরা সবাই তাকে দ্রুত গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করে।”

ঢাকা/সানজিদা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়