রাজশাহী কলেজে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৪ জন
রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দীর্ঘদিন পর ভর্তি কার্যক্রমে পরীক্ষা পদ্ধতি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।
এরই অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশসেরা রাজশাহী কলেজে ২৪টি বিভাগের ৪ হাজার ২৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১৫ হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন অন্তত চারজন শিক্ষার্থী।
১৫ হাজার ৮৫৭ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিষয়ে (পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, গণিত) ৮৮০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৮ হাজার ৮৪২ জন।
মানবিক বিষয়ে (বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃত, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, আরবী, ইসলামিক স্টাডিজ) ২ হাজার ৪৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৫ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিষয়ে (হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং, পরিসংখ্যান) ৯০৫টি আসনের বিপরীতে ১ হাজার ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন বলেন, “শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে জন্য আমরা প্রশাসনিকভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনায় আমরা নগরীর ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। এর আওতায় রাজশাহী কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের, শাহ মখদুম কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগ এবং বাকি কেন্দ্রগুলোতে বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে আজ থেকেই সবার মোবাইলে মেসেজের মাধ্যমে কেন্দ্রের সিট প্লানের তথ্য পাঠানো শুরু করেছি। এছাড়াও যদি কারো কাছে মেসেজ না পৌঁছায় তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে কলেজে সিট প্লানের তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি কেন্দ্রের বাহিরে আলাদাভাবে সিট প্লান রাখা হবে। পাশাপাশি আমাদের বিএনসিসি, রোভার দলের সদস্যরা শিক্ষার্থীদের সহায়তায় সার্বিকভাবে সহায়তা প্রদান করবে।”
ঢাকা/ফারজানা/মেহেদী