ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২ দশক পর স্থায়ী হলো রাবির ২৬৪ কর্মচারীর চাকরি

রাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ২৯ মে ২০২৫  
২ দশক পর স্থায়ী হলো রাবির ২৬৪ কর্মচারীর চাকরি

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব কর্মচারীদের হাতে নিয়োগপত্র তুলে দেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দীর্ঘ দুই দশক ধরে দৈনিক মজুরীভিত্তিতে নিয়োজিত ২৬৪ কর্মচারীকে স্থায়ী করা হয়েছে। গত ২২ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:

এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অস্থায়ীভিত্তিতে নিয়োজিত ২৬৪ জন সহায়ক ও সাধারণ কর্মচারীর চাকরি স্থায়ী হলো।

এ সময় উপাচার্য স্থায়ীকরণের এই জটিল প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট যারা সহযোগিতা প্রদান করেছেন, তাদের ধন্যবাদ জানান। এই স্থায়ীকরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে দীর্ঘদিনের পুঞ্জিভুত একটি সমস্যার সমাধান হলো বলেও তিনি উল্লেখ করেন।

নিয়োগপত্র হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়