ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেল বিস্ফোরণে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ১ জুন ২০২৫   আপডেট: ২২:০৫, ২ জুন ২০২৫
মোটরসাইকেল বিস্ফোরণে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

লোকপ্রশাসন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সাগর শেখ

‎মোটরসাইকেল বিস্ফোরণে দগ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী সাগর শেখ মারা গেছেন।

‎রবিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোকপ্রশাসন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী  কামরুল জানান, সাগর তার স্ত্রীর সঙ্গে দেখা করতে শুক্রবার (৩০ মে) খুলনা থেকে ফরিদপুর গিয়েছিলেন। ‎শনিবার (৩১ মে) মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ বিস্ফোরিত হলে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে জরুরি সার্জারি করা হলেও তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করেন। রবিবার সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

‎সাগরের মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, শিক্ষক ও বন্ধুদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। ‎সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

‎বেরোবি শিক্ষার্থী গোলাম জাকারিয়া বলেন, “ভাই ছিল আমার পাশের রুমে। খুবই ভালো একজন মানুষ।”

‎লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাগদুম বলেন, “বেরোবি লোকপ্রশাসন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী শেখ সাগরের পরলোকগমনে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আল্লাহ তার সকল অপরাধ মার্জনা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন, আমিন।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়