ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করবে ছাত্রশিবির

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২ জুন ২০২৫   আপডেট: ১৯:২২, ২ জুন ২০২৫
ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করবে ছাত্রশিবির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়গুলোসহ সংগঠনটির বিভিন্ন শাখার পক্ষ থেকে ঈদের দিন মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। রাইজিংবিডির সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত-

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

আরো পড়ুন:

ঈদের ছুটিতে কুবিতে অবস্থানরত সব ধর্মাবলম্বী শিক্ষার্থী, কর্মচারী এবং কুবি সংলগ্ন গরীব মানুষদের জন্য ঈদুল আজহার দিন মধ্যাহ্নভোজে আয়োজন করবে শাখা ছাত্রশিবির।

সোমবার (২ জুন) দুপুর ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংগঠনটির কুবি শাখা ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটি গরু এবং একটি খাসি কোরবানি দেওয়ার পরিকল্পনা করেছে।

এ নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “অনেক শিক্ষার্থী বিশেষ করে যাদের পড়াশোনা শেষ, তারা চাকরির পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় বাড়িতে যান না। আবার অনেক কর্মচারী আছেন, যারা দায়িত্বের জায়গা থেকে বাড়ি যেতে পারে না। এছাড়াও অনেক ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী আছে আমাদের ক্যাম্পাসে, তারা হয়তো বাড়িতে যাবে না। তাদের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই আয়োজন। ভিন্ন ধর্মাবলম্বীর যারা গরুর মাংস খায় না, তাদের জন্য খাসির ব্যবস্থা থাকবে।”

তিনি বলেন, “এটাই আমাদের প্রথম আয়োজন নয়। ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা এই আয়োজন করেছি। তবে এভাবে প্রকাশ্যে করতে পারিনি। এবার যেহেতু সুযোগ আছে, তাই আমরা বড় পরিসরে আয়োজন করছি।”

ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে জাবি ছাত্রশিবির 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

ঈদুল আজহার দিন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সব শিক্ষার্থীদের জন্য ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’ এর আয়োজন করবে জাবি শাখা ছাত্রশিবির। রবিবার (১ জুন) জাবি শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই ঈদের অন্যতম অনুষঙ্গ পশু কোরবানি। ঈদুল আজহার সময়ে একাডেমিক বা অন্যান্য কারণে অনেক শিক্ষার্থী হলগুলোতে অবস্থান করে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন। এদিন ছাত্রশিবিরের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রশিবিরের জাবি শাখার দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, “ঈদের দিন আমরা কোরবানি করব ইনশাআল্লাহ এবং সব শিক্ষার্থীদের জন্য থাকবে একসঙ্গে খাওয়ার একটি সুন্দর আয়োজন। ঈদের আগে আমরা সব হলে গিয়ে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবো এবং সেই অনুযায়ী ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্যও খাবারের ব্যবস্থা থাকবে।”

সরকারি তিতুমীর কলেজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’ আয়োজন করবে শাখা ছাত্রশিবির।

সোমবার (২ জুন) বিকেলে ৬টার দিকে তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুনতাসীর আনসারি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের এই আয়োজন শুধু খাবারের আয়োজন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার একটি প্রয়াস। যেসব শিক্ষার্থী ঈদের সময় বাড়ি যেতে পারবে না, তাদের একাকীত্ব দূর করাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে আমরা তিতুমীর ক্যাম্পাসে একটি মানবিক ও ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তুলতে চাই।”

মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

ঢাকা/এমদাদুল/আহসান/হাফছা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়