ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবির রিসার্চ সেলে ৪৩ লাখ টাকা গড়মিল তদন্তে কমিটি

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২ জুন ২০২৫   আপডেট: ২২:২৫, ২ জুন ২০২৫
নোবিপ্রবির রিসার্চ সেলে ৪৩ লাখ টাকা গড়মিল তদন্তে কমিটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলে ৪৩ লাখ টাকার গড়মিলের ঘটনা ঘটেছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে। 

আরো পড়ুন:

তদন্ত কমিটিতে রয়েছেন, আহ্বায়ক আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশিকুর রহমান খান, সদস্য সচিব ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার এবং সদস্য রসায়ন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিসার্চ সেলের কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরী জিকুকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরো পড়ুন: ৪৩ লাখ টাকা গড়মিল: নোবিপ্রবির কম্পিউটার অপারেটর বরখাস্ত

আর্থিক এ কেলেঙ্কারির সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি-না বা ২০২২-২৩ অর্থবছর ছাড়া অন্যান্য অর্থবছরের ভ্যাট-ট্যাক্স পরিশোধের বাস্তবিক অবস্থাসহ বিস্তারিত তদন্ত করতে বলা হয়েছে কমিটিকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী বলেন, “হিসাবে গড়মিল এবং আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

তিনি বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরী জিকুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বাবা ১ মাসের মধ্যে এ টাকা ফেরত দেবেন বলে তার জিম্মায় নিয়ে যান। এখানে তিনি একাই জড়িত নাকি কোনো সিন্ডিকেট আছে, সেগুলোও খুঁজে বের করা হবে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়