ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

৪৩ লাখ টাকা গড়মিল: নোবিপ্রবির কম্পিউটার অপারেটর বরখাস্ত 

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২ জুন ২০২৫   আপডেট: ১৭:৪৪, ২ জুন ২০২৫
৪৩ লাখ টাকা গড়মিল: নোবিপ্রবির কম্পিউটার অপারেটর বরখাস্ত 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিসার্চ সেলে ৪৩ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। 

হিসাবে গরমিল, অর্থ আত্মসাৎ এবং আর্থিক কেলেঙ্কারি প্রভৃতি আর্থিক দুনীর্তির অভিযোগে সেলটির কম্পিউটার অপারেটর কাওসার হামিদ চৌধুরী জিকুকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী বলেন, “শিক্ষকদের গবেষণা প্রকল্পের সমন্বয়ের জন্য প্রাপ্ত ভ্যাট-ট্যাক্সের প্রায় ৩০ লাখ টাকা সময়মতো সরকারি কোষাগারে জমা দেয়নি জিকু। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদেও কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।”

তিনি বলেন, “তাছাড়া কর্তৃপক্ষের অগোচরে ব্যক্তিগত কাজে এসব টাকা খরচ করা এবং উল্লিখিত অর্থ অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি টাকা জমা করেননি এবং সম্প্রতি অডিট টিম তাকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা করে। এছাড়া প্রায় ৪৩ লাখ টাকার হিসাবে গড়মিল, অর্থ আত্মসাৎ, তছরূপ ও আর্থিক কেলেঙ্কারির কারণে জিকুকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “জিকুর বিরুদ্ধে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। এছাড়া তার বাবা আগামী ১ মাসের মধ্যে এই টাকা ফেরত দেবেন মর্মে অঙ্গীকারের ভিত্তিতে তাকে নিজের জিম্মায় নিয়েছেন।”

“ইতোমধ্যে আমরা আরেকটি নোটিশ দিয়েছি। যেখানে বলা হয়েছে, কেউ যাতে তার সঙ্গে কোনো আর্থিক লেনদেনে না যায়। আসন্ন ঈদুল আজহার পর অফিস খোলা হলে এ ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এখানে তিনি একাই জড়িত নাকি কোনো সিন্ডিকেট আছে সেগুলোও খুঁজে বের করা হবে। পরবর্তীতে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে,”- যুক্ত করেন রেজিস্ট্রার।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়