ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা প্রথা বহালের প্রতিবাদের ইবিতে মানববন্ধন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২৪ জুন ২০২৫  
কোটা প্রথা বহালের প্রতিবাদের ইবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে কোটা প্রথা চালু রাখার প্রতিবাদে মানববন্ধন

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে কোটা প্রথা চালু রাখার প্রতিবাদে মানববন্ধন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

এ কোটা প্রথা বহাল জুলাই গণঅভ্যত্থানের শহীদদের সঙ্গে বেইমানির শামিল উল্লেখ করে অনতিবিলম্বে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে কোটা প্রথা বাতিল না করলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগানোর হুঁশিয়ারি দেন তারা।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারো রক্ত দেখতে চায়’, ‘এই কোটার জন্যই কি রক্ত ঝরালাম’, ‘রক্তাক্ত জুলাই এর সঙ্গে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা’, ‘কোটা বিলুপ্তিতে আবারো রক্ত দেব’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যে কোটার বিরুদ্ধে আমাদের এত লড়াই, সেই কোটা এখনো বহাল তবিয়তে রয়েছে। যে কোটার জন্য আমাদের ১৪ শতাধিক ভাই-বোন শহীদ এবং ২২ হাজারের বেশি ভাই-বোন আহত হয়েছেন, সেই কোটা থাকতে পারে না। কোটা প্রথা বহাল রেখে গুচ্ছ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদদের সঙ্গে গাদ্দারি করেছে, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। এক কথায় তারা জুলাই বিপ্লবকে অস্বীকৃতি জানিয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খুব দ্রুত ভর্তিতে কোটাপ্রথা বিলোপের আহ্বান করছি। অন্যথায় কোটাপ্রথার বিরুদ্ধে আবারো আমরা রাজপথে নামবো।

তারা আরো বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার কোটা বন্ধের যৌক্তিক দাবি জানানোর পরও বর্তমান প্রশাসন কেনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে? প্রশাসন কি এতটাই অযোগ্য ও দুর্বল যে, এমন একটি অনৈতিক কোটা প্রথা বিলুপ্ত করার সাহসটুকুও তাদের নেই? নাকি কোটার মতো এই বাটপারি পদ্ধতির সুবিধাভোগী কোনো শক্তিশালী চক্রের কাছে তারা জিম্মি? তাদের এই রহস্যজনক ভূমিকা আজ সাধারণ শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ ও অনাস্থার জন্ম দিয়েছে। তারা কি আসলেই শিক্ষার্থীদের পক্ষে, নাকি কোনো অদৃশ্য শক্তির স্বার্থ রক্ষা করাই তাদের মূল উদ্দেশ্য? অনতিবিলম্বে অযৌক্তিক কোটা বাতিল না করলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হব।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, “আমাদের জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা প্রথার বিরুদ্ধে। কিন্তু এতগুলো ভাইয়ের শাহাদত বরণের পরও এখনো বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোটা প্রথা বহাল থাকে? শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রেখে অন্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে। কোটা বাতিল করা না হলে আগামীদিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন বন্ধ করে দেব।”

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়