ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএসইউতে বসন্তকালীন সেমিস্টারের নবীন বরণ

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৬ জুন ২০২৫  
আইএসইউতে বসন্তকালীন সেমিস্টারের নবীন বরণ

নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বসন্তকালীন-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম মোশাররফ হুসাইন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মেম্বার সেক্রেটারি হাসনাত মোশাররফ।

আরো পড়ুন:

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “নিজের জীবন গড়ার এখনই উপযুক্ত সময় । উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনি ভাল মানুষ হয়েও গড়ে উঠতে হবে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমে আইএসইউ পরিচালিত হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়মানুবর্তিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি, নিকট ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।”

ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ এর যথাযথ উদ্দ্যোগের কথা তুলে ধরে উপাচার্য আরো বলেন, “আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ি খণ্ডকালীন ও স্নাতক পরবর্তী চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।”

সম্মানিত অতিথির বক্তব্যে হাসনাত মোশাররফ বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠিত হতে হলে যেমন বিনয়ী হতে হবে, তেমনি নেতৃত্ব গুণ ও জ্ঞান অর্জন করতে হবে। নিজের সঙ্গে প্রতিনিয়ত প্রতিযোগিতা করে ক্যারিয়ার ও সফলতার পথে এগিয়ে থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ফাহিম মোশাররফ, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম।

স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।

নাফিসা তাবাসসুম ও মাইশা আফিয়া জেরিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।

এছাড়া শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়