কুবিতে জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন অনুষ্ঠিত
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও মানবিক অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ আয়োজন।
সম্মেলনে সাহিত্য, সংস্কৃতি, লিঙ্গ, পরিচয়, অভিবাসনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ৬৩টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গবেষক, লেখক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
প্রধান আয়োজক কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, “বর্তমান সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন এত দ্রুত ও ঘূর্ণয়নশীল যে, মনে হচ্ছে একটি নির্দিষ্ট কমিউনিটির প্রতিটি মানুষই যেন আলাদা একে অপরের থেকে বিচ্ছিন্ন। এই বাস্তবতা আমাদের আলোচনার মাধ্যমে আবিষ্কার করতে হবে, তাকে ভাষায় রূপ দিতে হবে।”
তিনি বলেন, “সেই ভাষা যেন একটি দিকনির্দেশনা তৈরি করে, যার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান ও ফলাফল আউটকাম বেরিয়ে আসে। সেই বিবেচনা থেকেই আমরা আজকের থিমটি নির্বাচন করেছি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
ঢাকা/এমদাদুল/মেহেদী