কুবিতে র্যাগিং রোধে প্রক্টর অফিসের জরুরি নির্দেশনা
কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোনো শিক্ষার্থীর প্রতি যেকোনোভাবে সব ধরনের র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের প্রতি এ জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে শিক্ষার্থীদেরকে শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সব ধরনের র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিং থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হলো। যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিং, বুলিং, বডিশেমিং, ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “প্রথমে নবীনদের সুস্বাগত। আমরা এবার স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রক্টরিয়াল বডি সিদ্ধান্ত নিয়েছে, যদি কেউ র্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাকে বহিষ্কার করা হবে। পাশাপাশি, নবীনদের যেকোনো সমস্যায় প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগের আহ্বান করা হচ্ছে।”
ঢাকা/এমদাদুল/মেহেদী