ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইটি শিক্ষায় বৈশ্বিক সংযোগে আইএসইউ-জিআইআইএম সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ৪ জুলাই ২০২৫  
আইটি শিক্ষায় বৈশ্বিক সংযোগে আইএসইউ-জিআইআইএম সমঝোতা স্মারক সই

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্টের (জিআইআইএম) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে আইএসইউ ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং গ্লোবাল ইনস্টিটিউট ফর আইটি ম্যানেজমেন্টের পক্ষে প্রফেসর জেরি লুফৎম্যান চুক্তিপত্রে সই করেন।

এছাড়া অনুষ্ঠানে আইএসইউর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মো. হাকিকুর রহমান উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় আইএসইউর শিক্ষার্থীরা জিআইআইএমের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ ওয়েভার সুবিধা পাবেন।

এছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ তৈরির লক্ষ্যেও একযোগে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/সুমন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়