ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৯, ৫ জুলাই ২০২৫  
কুবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগ

ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার দপ্তরে কার্য সহকারী পদে সদ্য নিয়োগ পাওয়া এক কর্মচারীকে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মেহেদী হাসান সোহাগ মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

অভিযুক্ত মো. মেহেদী হাসান সোহাগ কুবি শাখা ছাত্রদলের ২০২১ সালে ঘোষিত কমিটির যুগ্ম-আহ্বায়ক। বর্তমানে তিনি একটি ব্যাংকে কর্মরত আছেন।

আরো পড়ুন:

অপরদিকে, সদ্য নিয়োগ পাওয়া ভুক্তভোগী কর্মচারীর নাম আজাদ। গত বৃহস্পতিবার (৩ জুলাই) তার কর্মস্থলে যোগদানের দিন ছিল এবং ওইদিনই তিনি মারধরের শিকার হন।

শনিবার (৫ জুলাই) বিকেলে মারধরের বিষয়টি মুঠোফোনে প্রতিবেদকের কাছে স্বীকার করেন অভিযুক্ত ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন, “যে নিয়োগটি হচ্ছে, সেখানে অন্য একটা পদে আমিও প্রার্থী ছিলাম। ঘটনার দিন সকালে জানতে পারি, ওই নিয়োগ স্বজনপ্রীতি বা অর্থের বিনিময়ে হয়েছে- যা আমি যাচাই করতে চেয়েছিলাম। এজন্য আমি তাকে (আজাদ) ফোন দিয়ে দেখা করার কথা বলি। সে বারবার বলছিল ‘আসছি’। কিন্তু পরে ফোন বন্ধ করে দেয়।”

তিনি বলেন, “পরে বিকেল ৫টার দিকে রেজিস্ট্রার অফিসে তার সঙ্গে দেখা হলে, আমাকে মিথ্যা বলার কারণে রাগের মাথায় আমি তাকে একটি থাপ্পড় দিয়ে ফেলি। পরবর্তীতে অফিস থেকে বের হলে তার সঙ্গে দেখা করে আবার বিষয়টি বুঝিয়ে বলি।”

তবে ভুক্তভোগী আজাদের বলেন, “আমাকে এখানে অনেকদিন চাকরি করতে হবে ভাই। আমি এই এলাকার কারো বিরুদ্ধে এ ঘটনায় বক্তব্য দিতে পারব না।” এটা বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনার দিন কুবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি অস্বীকার করে তিনি এ ঘটনার কিছুই জানেন না বলে মন্তব্য করেন।

ছাত্রদল নেতা আবুল বাশার বলেন, “ক্যাম্পাস সংলগ্ন এটিএম বুথের সামনে এক কর্মচারী ও এক শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা দেখে আমি থামানোর চেষ্টা করি। পাশে একজন দাঁড়িয়ে ছিলেন, পরে শুনলাম তার নাম আজাদ। তবে আমি তাকে চিনি না। তাই কে কাকে মারধর করেছে সেটা সঠিকভাবে শনাক্ত করার সুযোগ আমার ছিল না।”

এ ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মারধরের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা তদন্ত করছি। দ্রুততম সময়ে ব্যবস্থা নিয়ে নেব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “সে সদ্য যোগদান করেছে। শুনেছি, কেউ একজন এসে তার সঙ্গে এমন আচরণ করেছে। বিষয়টি আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে। আমি তাকে বলেছি, কে মারধর করেছে তার পরিচয়সহ একটি লিখিত অভিযোগ প্রক্টর অফিসে জমা দিতে।”

তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতেই আমরা তদন্ত করব। আমাদের বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। তাই তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে, তার আগে অবশ্যই কারো না কারো পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা দিতে হবে।”

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “এ বিষয়ে আমরা আগামী রবিবার একটি সভা করব। ইতোমধ্যে ভুক্তভোগীকে একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর সেটি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়