ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ২১:১৪, ১৬ জুলাই ২০২৫
এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই লেনেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫ টা ১৫ মিনিটে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ী এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।

আরো পড়ুন:

এ আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এনসিপির কেন্দ্রীয় নির্দেশনায় ৩০ মিনিট পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, “এনসিপির ওপর হামলা মানে সারা দেশের ওপর হামলা। এনসিপির ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। কুমিল্লা ব্লকেড আজকের মতো স্থগিত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ প্রয়োজনে আবারো রাজপথে দেখা হবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়