কুমিল্লায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কনে ফুটে উঠেছে আন্দোলনের স্মৃতি
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চিত্রাঙ্কনে ব্যস্ত জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ কর্মসূচিতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে দেয়ালে আঁকা হয়েছে প্রতিবাদী চিত্র।
রবিবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন দেয়ালে চিত্রাঙ্কনে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবিতে উঠে এসেছে আন্দোলনের মুহূর্ত, শহীদের মুখচ্ছবি, প্রতিবাদী স্লোগান ও বার্তা।
চিত্রে দেখা যায়, শহীদ আবু সাঈদের প্রসারিত দুই হাত, নিচে লেখা ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’ শহীদ মীর মুগ্ধের বিখ্যাত উক্তি- ‘পানি লাগবে পানি?’ এবং হেলিকপ্টার দেখে নিহত এক শিশুর শেষ কথা ‘বাবা দেখো হেলিকপ্টার’ তুলে ধরা হয়েছে গ্রাফিতিতে।
‘২৪-এর বেতার কেন্দ্র’ বোঝাতে ইউটিউব, ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের লোগো ব্যবহার করে ক্যাপশন দেওয়া হয়েছে। দেয়ালজুড়ে লেখা হয়েছে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’
লোলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আর যেন আমার ভাই-বোনদের ওপর গুলি না চালাতে পারে, এই প্রত্যাশায় আমরা ছবি আঁকছি। একটি নতুন বাংলাদেশ গড়ার আশায় এটি আমাদের ছোট্ট প্রতিবাদ।”
ঢাকা/রুবেল/মেহেদী