শেকৃবিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে র্যালি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে র্যালি করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী প্রমুখ।
র্যালিতে অন্যদের মাঝে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, “আমাদের বাংলাদেশের ইতিহাসের এটা একটি স্মরণীয় মাস। এ মাসেই বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দীর্ঘ ১৬/১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর যে দুঃশাসন চলছিল, তার পতন হয়েছে। এটা আমাদের আন্দোলনের মাস। ভবিষ্যতে এই দেশে কখনও স্বৈরাচারের প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে সচেষ্ট থাকব এবং দেশকে দুর্নীতি মুক্ত করব- এ হচ্ছে আমাদের অঙ্গীকার।”
ঢাকা/মামুন/মেহেদী