ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দাবি আদায়ে মহাসড়কে ক্লাস

রবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২৮ জুলাই ২০২৫  
দাবি আদায়ে মহাসড়কে ক্লাস

দাবি আদায়ে মহাসড়কে ক্লাস নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা–পাবনা মহাসড়ক অবরোধ করে ক্লাস নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিভিন্ন বিষয়ে ক্লাস নেন। এসময় যান চলাচল বন্ধ থাকে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি অনুমোদন পায়নি। এই দীর্ঘসূত্রতা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বারবার অসন্তোষ প্রকাশ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর কর্মসূচি বয়কট করেন তাঁরা। এরপরও গতকাল অনুষ্ঠিত একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি, যা আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে।

শিক্ষকদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন পেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তুলনামূলকভাবে ছোট পরিসরের প্রকল্পটি উপেক্ষিত রয়ে গেছে। যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় বৈষম্যের ইঙ্গিত বহন করে। অথচ প্রয়োজনীয় সব শর্ত ও কাগজপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের আগ পর্যন্ত তারা রাজপথেই শ্রেণিকাজ চালিয়ে যাবেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুনরায় মহাসড়কে ক্লাস নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ঢাকা/হাবিবুর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়