অবকাঠামো উন্নয়নের দাবিতে ববিতে মানববন্ধন
ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সংকট নিরসনের দাবিতে মানববন্ধনে ববি শিক্ষার্থীরা
অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহন সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন তারা। এ সময় তারা দ্রুত এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় বরাদ্দ বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘পরিবহন পুলে পর্যাপ্ত বাস যুক্ত করো’, ‘অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করো’, ‘পর্যাপ্ত ক্লাসরুম ও আবাসিক হল চাই’, ‘৫০ একরে বৃদ্ধি করো’ ইত্যাদি দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় শিক্ষার্থীরা জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ, আবাসিক হল ও বাসের অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে দিন পার করছেন। অবকাঠামোগত দুর্বলতার কারণে একাধিক বিভাগের ক্লাস একত্রে নিতে হচ্ছে ।
জানা গেছে, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রয়েছে মাত্র দুইটি একাডেমিক ভবন। সেখানে ২৫টি বিভাগের পাঠদান চলছে মাত্র ৩৬টি শ্রেণিকক্ষে। এর মধ্যে একাডেমিক ভবন-১ এ ১৩টি, একাডেমিক ভবন-২ এ ১৫টি এবং প্রশাসনিক ভবনের ৮টি কক্ষে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ফিজিবিলিটি স্টাডির জন্য ৩ কোটি ৯ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দের অনুমোদন পাওয়া গেছে। তবে এখনো তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।
আইন বিভাগের শিক্ষার্থী এসএম ওয়াহিদুর রহমান বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মৌলিক সুযোগ-সুবিধাগুলোও এখানে নেই। এ বছর বিশ্ববিদ্যালয়ে মাত্র ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নগণ্য। কক্ষ সংকটের কারণে আমরা দুই-তিনটি বিভাগ মিলে একটিতে ক্লাস করি। এটি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে না। আমরা দ্রুত সমাধান চাই।”
ঢাকা/সাইফুল/মেহেদী