ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩ আগস্ট ২০২৫  
জকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শাখা ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)। অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

রবিবার (৩ আগস্ট) আপ বাংলাদেশের জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ ব্যাহত হচ্ছে।

স্মারকলিপিতে আরো বলা হয়েছে, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়; এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

সংগঠনটির দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্মারকলিপি প্রদানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার আশ্বাস দিয়েছে।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়