ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবির শহীদ সাজিদের পরিবারকে উপহার সামগ্রী দিল তারেক রহমান

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৫ আগস্ট ২০২৫  
জবির শহীদ সাজিদের পরিবারকে উপহার সামগ্রী দিল তারেক রহমান

জুলাই আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাজিদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপহার সামগ্রী পাঠিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে নগদ অর্থ, সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী হস্তান্তর করে জবি শাখা ছাত্রদল।

আরো পড়ুন:

এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ সাজিদ আমাদের প্রেরণার উৎস। তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আন্দোলনের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।”

ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার কেবল সামান্য সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিক প্রমুখ।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়