ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি প্রশাসনকে নিয়ে পথনাটক ‘বহুতদিন অইয়ে আর মুলা ন ঝুলায়ো’

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৬ আগস্ট ২০২৫  
চবি প্রশাসনকে নিয়ে পথনাটক ‘বহুতদিন অইয়ে আর মুলা ন ঝুলায়ো’

পথনাটক ‘বহুতদিন অইয়ে আর মুলা ন ঝুলায়ো’

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন ঘটনা ও প্রশাসনের নিরবতার প্রতিবাদে ‘বহুতদিন অইয়ে আর মুলা ন ঝুলায়ো’ শিরোনামের পথনাটক করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সামনে এ পথনাটক করেন নাট্যকলা ও সংগীত বিভাগের ১০ জন শিক্ষার্থী। 

আরো পড়ুন:

নাটকে অংশ নেওয়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান রাকিব বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আসা প্রশাসন আমাদের বিভিন্ন দাবি পূরণের আশা দিলেও কোনো কিছুই করেনি। এজন্য মূলত আজকের এই প্রতিবাদী নাটক করেছি। নাটকের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করেছি আবাসন সংকট নিয়ে। উপাচার্য স্যার বাঙ্কবেডের মাধ্যমে আবাসনের ব্যবস্থা বাড়ানোর কথা বললেও সেটি বাস্তবায়ন হয়নি।”

তিনি বলেন, “এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় বাসা বাড়ার মূল্য অনেক বেশি, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করা খুব কষ্টসাধ্য। এছাড়া আরো বিভিন্ন বিষয় নাটকে ফুটিয়ে তোলা হয়েছে।”

নাট্যকলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহামুদুল ইসলাম বাঁধন বলেন, “আমরা যেহেতু নাট্যকলা বিভাগের শিক্ষার্থী, তাই বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নাটকের ভাষায় তুলে ধরি।”

তিনি বলেন, “ক্যাম্পাসে সমসাময়িক ইস্যু গুপ্তহামলার বিচার না হওয়া, চাকসু নির্বাচনের ধীরগতি, আবাসন সংকট ইত্যাদি সমস্যাগুলো নাটকের মাধ্যমে প্রতিবাদ করেছি। আর আশ্বাসে সীমাবদ্ধ না থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দাবিগুলো বাস্তবায়ন করা।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়