ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার দ্রুত বিচার দাবিতে জবিতে মানববন্ধন
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মানববন্ধন করছেন মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় সংগঠনটির নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাজিদকে হত্যা করে ঘটনাকে পানিতে ডুবে মৃত্যু হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার বড় উদাহরণ। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, ইবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রাঙ্গণ সিসিটিভির আওতায় আনা ও নিরাপত্তা চৌকি স্থাপন করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
মিল্লাতিয়ানস সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, “গত ১৭ জুলাই সাজিদকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। যদি ইবি প্রশাসন তালবাহানা করে, তবে সেটি তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।”
সভাপতি তারেকুল ইসলাম বলেন, “আজ আমরা কোনো ব্যক্তির পক্ষ অবলম্বন করছি না, দাঁড়িয়েছি একজন শহীদ ভাইয়ের হত্যার বিচার দাবিতে। একজন সন্তানহারা মায়ের সন্তানের খুনের বিচার চাই। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের ও তামিরুল মিল্লাত মাদরাসার সাবেক শিক্ষার্থী সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধ করা হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়। তার মৃত্যুর সময় ছিল ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টা (আনুমানিক)।
ঢাকা/লিমন/মেহেদী