ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিএসসিতে আবু সাঈদ-ওয়াসিমের স্ট্যাটাসে সাঈদীর ছবি প্রদর্শন শিবিরের

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ৭ আগস্ট ২০২৫  
টিএসসিতে আবু সাঈদ-ওয়াসিমের স্ট্যাটাসে সাঈদীর ছবি প্রদর্শন শিবিরের

ঢাবিতে শিবিরের প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনী নিয়ে তৈরি হওয়া উত্তেজনার রেশ না কাটতেই আবারও জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি বসিয়েছে সংগঠনটি।

তবে এবার সরাসরি নয়, শহিদ আবু সাঈদ ও ছাত্রদল নেতা ওয়াসিমের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পুরনো স্ট্যাটাসের মাধ্যমে সাঈদীর ছবি প্রদর্শন করেছে তারা।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৭ আগস্ট) টিএসসিতে ছাত্রশিবিরের আয়োজিত প্রদর্শনীতে ২০২৩ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু উপলক্ষে দেওয়া ফেসবুক স্ট্যাটাসগুলোর স্ক্রিনশট প্রদর্শন করা হয়। স্ট্যাটাসে প্রয়াত এই জামায়াত নেতাকে শ্রদ্ধা জানানো হয়েছে।

২০২৩ সালের ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। ওইদিন রংপুরের শহীদ আবু সাঈদ ফেসবুকে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। বিদায় হে রাহবার।”

পরদিন ১৫ আগস্ট শহীদ ওয়াসিম তার স্ট্যাটাসে লেখেন, “একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। ধর্মীয় ব্যক্তি ও ধর্মনিরপেক্ষ ব্যক্তির মধ্যে এটাই উজ্জ্বল উদাহরণ। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মনি কোঠায়।”

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধে অভিযুক্ত ও দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হলে বামপন্থি ছাত্র সংগঠনগুলো তীব্র আপত্তি জানায়। পরবর্তীতে বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়।

পরদিন ৬ আগস্ট ছাত্রশিবির একই স্থানে আবারো প্রদর্শনী চালিয়ে যায় এবং সেখানে যুক্ত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য, বিচারকার্যে অনিয়ম ও ভুয়া সাক্ষীর জবানবন্দির চিত্র।

সর্বশেষ ৭ আগস্টের প্রদর্শনীতে সংযুক্ত করা হয় শহীদ আবু সাঈদ ও ওয়াসিমের পুরনো স্ট্যাটাস—যার মাধ্যমে পরোক্ষভাবে আবারো দেলাওয়ার হোসাইন সাঈদীর চিত্র প্রদর্শন করায় ছাত্রশিবিরের রাজনীতি নিয়েও অনেকে প্রশংসা করতে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়