জাবিতে ১৭ হলে ছাত্রদলের কমিটি, বাগছাসের উদ্বেগ
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)- এর সংবাদ সম্মেলন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হলের পূর্ণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র্যাগিং কালচারকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা।
শুক্রবার (৮ আগস্ট) রাত পৌনে নয়টায় বটতলা এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে বাগছাস নেতারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাস ও হলের পূর্ণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে সিট দখল, গণরুম, গেস্টরুম এবং র্যাগিং কালচারকে প্রতিষ্ঠিত করেছিল।
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে প্রতিটি শিক্ষার্থীর প্রাণের চাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে গণরুম, গেস্টরুম এবং র্যাগিং কালচারকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করা।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “ছাত্রদল হলগুলোতে রাজনৈতিক কমিটি গঠন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের চাওয়াকে উপেক্ষা করেছে। এর ফলে পুনরায় গণরুম, গেস্টরুম ও র্যাগিং কালচার ফিরে আসার আশঙ্কা রয়েছে, যা জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে চরম বিশ্বাসঘাতকতা।”
গণতান্ত্রিক ছাত্র সংসদ আরও উল্লেখ করে, দেশের প্রতিটি শিক্ষার্থী আজ ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর সম্পূর্ণ অবসান চায়। এমন সময়ে ছাত্রদলের এই সিদ্ধান্ত ফ্যাসিবাদী কাঠামোকে নতুন রূপ দেওয়ারই প্রচেষ্টা।
নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবিচল থেকেছে। এমন একটি সংগঠন আজ ফ্যাসিবাদী ধাঁচের রাজনীতি ফেরত আনার চেষ্টা করছে, যা ফ্যাসিবাদবিরোধী প্রতিটি সংগঠন ও শিক্ষার্থীকে হতাশ করেছে।
সেসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাবি শাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সচেতন শিক্ষার্থী, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে এই ‘অপরাজনীতি’র বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বাগছাস নেতারা।
ঢাকা/আহসান/এস