ঢাবির হলে শিবিরের কোনো কমিটি নেই: ফরহাদ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ বলেছেন, “ঢাবির আবাসিক হলগুলোতে আমাদের কোনো রাজনৈতিক কমিটি নেই। শিবির হলভিত্তিক রাজনীতি নয়, বরং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ছাত্র রাজনীতিতে বিশ্বাসী। শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে এবং তাদের মতামত নিয়েই আমরা কিছু সেবামূলক কার্যক্রম পরিচালনা করি।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “এসব কার্যক্রমের মধ্যে ছিল- তীব্র গরমে হলে হলে পানির ফিল্টার সরবরাহ, স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা, নববর্ষ উপলক্ষে উপহার বিতরণ অন্যতম। এ কাজগুলো সম্পন্ন করতে কিছু আবাসিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। কিছু পক্ষ এমনভাবে প্রচার করছে, যেন হলে হলে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। বাস্তবে, সেবামূলক কার্যক্রমের সুবিধার্থে শিক্ষার্থীদের সহযোগিতা নেওয়া হয়েছিল। শিক্ষার্থীরা যদি এসব সেবা না চান, তাহলে আমরা তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব।”
এদিকে, শুক্রবার (৮ আগস্ট) মাস্টারদা সূর্য সেন হলে ছাত্রশিবিরের স্থাপন করা পানির ফিল্টার ভাঙচুর করেন একদল শিক্ষার্থী। এছাড়া, রোকেয়া হলে দেওয়া শিবিরের ফিল্টার, ছাত্র অধিকার পরিষদের ভেন্ডিং মেশিন ও ছাত্রদলের দেওয়া ডাস্টবিনও বয়কটের ঘোষণা দিয়েছেন হলটির শিক্ষার্থীরা।
পানির ফিল্টার স্থাপন প্রসঙ্গে ফরহাদ বলেন, “প্রতিটি হলে শিক্ষার্থীদের মতামত নিয়ে এবং হল প্রশাসনের অনুমতি নিয়ে আমরা পানির ফিল্টারগুলো স্থাপন করেছিলাম। শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে সংগঠমের অ্যালামনাইদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে আমরা তা উপহার হিসেবে দিয়েছিলাম। শিক্ষার্থীরা যদি এখন সেগুলো ব্যবহার করতে আপত্তি জানায়, তাহলে আমরা সেগুলো সরিয়ে নেব।”
তিনি বলেন, “শিবির সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ধারণ করে রাজনীতি করে, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে রাজনীতি করে। শিবির তার সংবিধানে যে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার বাইরে গিয়ে রাজনীতি করবে না।”
“ছাত্র ইউনিয়ন প্রথম জগন্নাথ হলে কমিটি দিয়েছে, উমামা তখন প্রতিবাদ করেনি কেন?”- প্রশ্ন রাখেন ঢাবি শিবির সভাপতি।
এর আগে, শুক্রবার রাতে হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ চেয়ে রাতভর বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের পাশাপাশি শিবিরেরও গুপ্ত কমিটি বিদ্যমান। পরে রাত সাড়ে ৩টার দিকে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
ঢাকা/সৌরভ/মেহেদী