ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৯ আগস্ট ২০২৫  
ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মৌন মিছিল করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে হলপাড়া হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিতে) পায়রা চত্বরে অবস্থান নেন তারা। 

আরো পড়ুন:

এ সময় ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতি দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা কোনো ধরনের স্লোগান না দিয়ে শুধু হাততালি দিয়ে মিছিল করছেন।

ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার (৮ আগস্ট) মধ্য রাতে হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে রোকেয়া হল ও শামসুন্নাহার হলের একদল ছাত্রী হলের ফটকের তালা ভেঙে বেরিয়ে এসে বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন।

এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিকস নো মোর’, ‘হলে হলে রাজনীতি চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. নিয়াজ আহমদ বাসভবনের সামনে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে না। এ ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ও স্লোগান দেন, ‘এই মুহূর্তে খবর এল, হল পলিটিকস নিষিদ্ধ হলো’।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়