ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফল প্রকাশসহ ৩ দাবিতে বিভাগে তালা দিয়ে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১০ আগস্ট ২০২৫  
ফল প্রকাশসহ ৩ দাবিতে বিভাগে তালা দিয়ে ইবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দ্রুত সেমিস্টার পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থীরা।

রবিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। পরে দুপুর ১টায় বিভাগের অফিস রুম ও সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

এ সময় বিভাগের শিক্ষকদের খামখেয়ালিপনার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

শিক্ষার্থীদের দাবি সোমবারের (১১ আগস্ট) মধ্যে স্নাতক চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফলাফল দিতে হবে। আগস্টের মধ্যে চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে এবং আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের মধ্যে ২০১৯-২০ শিক্ষাবর্ষের বেশিরভাগেরই অনার্স সম্পন্ন হলেও আল-ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফলাফল এখনো প্রকাশ হয়নি। গত ২১ মে চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে ৭ জুলাই পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষ হওয়ার ১ মাস পেরোলেও ফলাফল প্রকাশ করা হয়নি। 

এদিকে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ২০১৯-২০ বর্ষের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা গত ২৮ জুন হওয়ার কথা থাকলেও তা নিশ্চিত করতে পারেনি বিভাগটি। পরে শিক্ষার্থীরা বিভিন্ন সময় এ সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও কার্যত কোনো ফল মেলেনি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

ফলে ক্ষুব্ধ হয়ে তারা বেলা ১২টার দিকে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে দুপুর ১টায় বিভাগের অফিস রুম ও সামনের ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীরা জানান, বিভাগের শিক্ষকদের অবহেলার কারণে তাদের সেশনজট কোনোভাবেই কাটছে না। শিক্ষকদের বারবার অবগত করলেও কোনো ধরনের সুফল মেলেনি। শিক্ষকরা বারবার বিভিন্ন অযুহাতে পরীক্ষা নিতে এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা করে থাকেন।

তারা বলেন, ১ মাসের বেশি সময় আগে আমাদের পরীক্ষা শেষ হলেও এখনো আমরা ফলাফল পাইনি। শিক্ষকরা আমাদের গত সপ্তাহে ফলাফল দেওয়ার আশ্বাস দিলেও এখনো দিতে পারেনি। আমরা অতিদ্রুত চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ফলাফল এবং আগস্টের মধ্যে চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বাস্তবায়ন চাই।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন বলেন, “সোমবারের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। আর পরের সেমিস্টার পরীক্ষা কীভাবে দ্রুত নেওয়া যায়, সে ব্যাপারে আলোচনা চলছে।”

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়