ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৪৭, ১০ আগস্ট ২০২৫
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

‎গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা।

জাগো নিউজের প্রতিনিধি ফারহান সাদিক বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ হত্যার যদি বিচার না হয়। জুলাই বিপ্লবের যে স্পিড, তা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবু সাঈদের ক্যাম্পাস থেকে বলে দিতে চাই আমাদের শরীরে এখনো রক্ত আছে। আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। যথাযথ বিচার চাই, নইলে প্রতিটি ক্যাম্পাস থেকে আন্দোলনের ডাক দেব আমরা।”

‎দৈনিক আমার দেশের প্রতিনিধি ইমন আলী বলেন, “আমরা চাই, তুহিন হত্যার সুষ্ঠু বিচার যেন সম্পুর্ণ হয়, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিগত সময় বিভিন্নভাবে সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে। আমরা সব হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হক বলেন, “সরকারকে মত প্রকাশের বাধা, সাংবাদিককে হুমকির জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে। যেখানে সাংবাদিকদের বিচার নিশ্চিত হবে।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়