ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে র‌্যাগিং করায় ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১১ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩৯, ১১ আগস্ট ২০২৫
জবিতে র‌্যাগিং করায় ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন ছাত্র-ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরো চার শিক্ষার্থীকে শ্রেণি কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আরো পড়ুন:

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িক বহিষ্কার করা হয়।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনার প্রেক্ষিতে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকা ও সতর্কীকরণ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, “র‌্যাগিংয়ের বিষয়ে শিক্ষার্থীদের পূর্বেই সতর্ক করা হয়েছিল। অপরাধের বিবেচনায় বিভাগীয় চেয়ারম্যান ও সব শিক্ষকের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আশা করি তারা সতর্ক হবে এবং এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়