ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোবিপ্রবিতে সাংবাদিকতা বিষয়ে সেমিনার

গোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১২ আগস্ট ২০২৫  
গোবিপ্রবিতে সাংবাদিকতা বিষয়ে সেমিনার

অতিথিদের সঙ্গে সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকরা।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘কোনটাকে বলি সংবাদ?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ সেমিনারের আয়োজন করে জনসংযোগ দপ্তর।

আরো পড়ুন:

জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক হিসেবে সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সাংবাদিক মোহসীন উল হাকিম।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

সহকারী জনসংযোগ কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অন্যদের মাঝে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাসে যে ধরনের সাংবাদিকতা হয়, তার অনেক সংবাদ বস্তুনিষ্ঠ হয় না। সংবাদ করতে হলে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বর্তমান সময়ে অনেক গণমাধ্যম রয়েছে। তবে ফেসবুক কেন্দ্রিক সাংবাদিকতা করা শোভনীয় নয়।”

তিনি বরেন, “আমি প্রত্যাশা করি, প্রত্যেক সংবাদকর্মী বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশ করবে, যাতে বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ গড়ে ওঠে।”

ঢাকা/রিশাদ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়