ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে জন্মাষ্টমী উদযাপিত

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ১৬ আগস্ট ২০২৫  
জবিতে জন্মাষ্টমী উদযাপিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ‌‘জন্মাষ্টমী’ উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে শহীদ সাজিদ ভবনের নিচতলায় পূজা ও আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আরো পড়ুন:

আলোচনা সভায় শাস্ত্রীয় প্রবচন দেন রাধাকুণ্ড শ্রীধাম বৃন্দাবনের পণ্ডিত শ্রীমদ্ স্বরূপ কৃষ্ণ দাস বাবাজী মহারাজ ও বাংলাদেশ অগ্নিবীরের শাস্ত্রার্থ সমন্বয়ক শ্রী দীপংকর সিংহ দীপ।

এ সময় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, ছাত্র অধিকারদ পরিষদের সভাপতি রাকিব হাসান, জবি বাগছাসের সদস্য সচিব শাহীন মিয়া, শিক্ষার্থী রূপ কুমার সরকার।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বিষ্ণুপদ ঘোষ বলেন, “সনাতন ধর্ম নিয়ে জ্ঞান আহরণ করি এবং শিক্ষার্থীদের সবসময় অনুরোধ করি যেন সবাই নিজ নিজ ধর্ম পালনে ধর্মীয় স্থানে যায়।”

জবি/লিমন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়