ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:৩০, ১৭ আগস্ট ২০২৫
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ফাইল ফটো

ফেসবুকে মৃত্যুবাণী শিরোনামে স্ট্যাটাস দিয়ে তারেক আলাভী নামের এক শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরো পড়ুন:

রবিবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিয়ে আত্মহত্যার চেষ্ঠা করলে ফেসবুক স্ট্যাটাস দেখে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

চবি চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, “ভোরে আলাভীকে তার দুই বন্ধু চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। তারা জানান, তিনি ভুলে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছেন। যেহেতু এগুলো ওয়াশ করে বের করার প্রয়োজন ছিল, তাই তাকে আমরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই। বর্তমানে তিনি চমেকে চিকিৎসনাধীন আছে।”

মানষিক অবসাদ থেকে তিনি আত্মহত্যার চেষ্ঠা করেছেন বলে তার বন্ধুরা ধারণা করছেন।

ঢাকা/রেজাউল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়