ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে ছাত্রলীগ নেতা আটক

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১৭ আগস্ট ২০২৫  
ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে ছাত্রলীগ নেতা আটক

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারির টাকা নিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হোসেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে।

আরো পড়ুন:

রাকিব ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাকিব বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারির জামানতের টাকা নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, “হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় রাকিবের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ (রবিবার) সে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।”

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়