ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: জুবায়ের-মুসাদ্দেকের আংশিক স্বতন্ত্র প্যানেল

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৮ আগস্ট ২০২৫  
ডাকসু নির্বাচন: জুবায়ের-মুসাদ্দেকের আংশিক স্বতন্ত্র প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক এবি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।

১২-১৩ সদস্য বিশিষ্ট প্যানেলে আব্দুর রহমান আল ফাহাদ, আশিক খানসহ ক্যাম্পাসের পরিচিত মুখগুলো থাকবে বলে জানান তারা। 

আরো পড়ুন:

সোমবার (১৮ আগস্ট) ডাকসু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডাকসু নির্বাচন অফিস থেকে বের হয়ে এ কথা জানায় তারা।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবি জুবায়ের।

মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, “এই ডাকসু নির্বাচনের জন্য আমাদের অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। অবশেষে প্রায় ৭ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের সমর্থন নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি। সাহিত্য নিয়ে আমার শিক্ষা জীবনে অনেক কাজ করেছি। সেই জায়গা থেকে আমি এই পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করবো।”

তিনি শিক্ষার্থীদের নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে প্রার্থী নির্বাচন করে ভোট দিতে হবে। যেন বিগত বছরগুলোর ন্যায় নির্বাচিত প্রার্থীরা শিক্ষার্থীদের উপর জুলুম-নির্যাতন না চালাতে পারে। কারণ ডাকসু পরিবর্তী সময়ে এই প্রার্থীরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়